|
Date: 2024-01-21 07:47:24 |
নীলফামারী-১ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মোঃ আফতাব উদ্দিন সরকারকে নাগরিক সংবর্ধনা প্রদান করা হয়েছে। শনিবার (২০শে জানুয়ারী) বিকালে ডোমার উপজেলার চিলাহাটিতে সর্বস্তরের জনগণের পক্ষ থেকে ভোগডাবুড়ী ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে নাগরিক সংবর্ধনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—নীলফামারী-১ আসনের সংসদ সদস্য ও ডিমলা উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ আফতাব উদ্দিন সরকার। ভোগডাবুড়ী ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ রাশেদুল ইসলাম ফিলিপের সভাপতিত্বে এসময় আরও উপস্থিত ছিলেন—ডোমার উপজেলা পরিষদের চেয়ারম্যান তোফায়েল আহমেদ, ভাইস-চেয়ারম্যান মোঃ আব্দুল মালেক সরকার, নীলফামারী জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি মোঃ কামরুজ্জামান কামরুল, ভোগডাবুড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ হাফিজুর রহমান বকুল, ইউনিয়ন আওয়ামী যুবলীগের সভাপতি একেএম জাহাঙ্গীর বসুনিয়া রাসেল প্রমুখ সহ স্থানীয় আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং সুধীজন। নাগরিক সংবর্ধনায় প্রধান অতিথির বক্তব্যে বীর মুক্তিযোদ্ধা মোঃ আফতাব উদ্দিন সরকার চিলাহাটিবাসীকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে বলেন, আমি আপনাদের সেবায় নিয়োজিত থাকবো। মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে স্মার্ট বাংলাদেশ বিনির্মানে আপনারা সহযোগিতা করবেন বলে আমি প্রত্যাশা করি।
© Deshchitro 2024