গত ১৯ মাস পূর্বে টাঙ্গাইল থেকে হারানো ভারসাম্যহীন জুয়েল কে পরিবারের কাছে হস্তান্তর করলেন মাদারগঞ্জের ছাত্র নেতা হান্নান সরকার৷ মাদারগঞ্জে কয়েক মাস যাবৎ বিভিন্ন এলাকায় ঘুরাঘুরি করছিলেন মানসিক ভারসাম্যহীন জুয়েল হোসেন (৪০)৷ মাদারগঞ্জ উপজেলার জোরখালী ইউনিয়নে কিছু দিন চলাফেরা করা অবস্থায় মানবিক দৃষ্টিতে নজরে আসে উপজেলা ছাত্রলীগের সহ সভাপতি হান্নান সরকারের৷ ২/৩ দিন বিভিন্ন ভাবে চেষ্টা করে জুয়েলের কাছ থেকে তার ঠিকানা জানতে পারেন৷ এ ব্যাপারে মাদারগঞ্জ উপজেলা ছাত্রলীগের সহ সভাপতি হান্নান সরকার জানান, তার ( জুয়েলের)  চলাফেরায় মনে হয়েছে সে একজন  ভারসাম্যহীন, তার পর অনেক চেষ্টা করে তার সাথে নানান কৌশলে কথা বলে তার ঠিকানা জানলাম পরে টাঙ্গাইলের প্রশাসন এবং পরিচিত পুলিশ সদস্যের সাথে কথা বলে ঐ থানার ওসি, স্থানীয় চেয়ারম্যান এবং  মেম্বারের সাথে যোগাযোগের মাধ্যমে জুয়েলের আত্মীয় স্বজনরা চলে আসে আমাদের মাদারগঞ্জে৷ পরে বেতাগা বড় মসজিদ প্রাঙ্গন থেকে জুয়েলের বাবা মোঃ আনোয়ার হোসেন, মা মোছাঃ জরিনা বেগম, বোন, এবং প্রতিবেশী চাচা অবসরপ্রাপ্ত সার্জেন্ট মোঃ সেলিম মিয়ার হাতে জুয়েলকে হস্তান্তর করা হয়৷ এরকম মানবিক কাজ করতে পেরে নিজেকে গর্বিত মনে করি বলে জানিয়েছেন ছাত্র নেতা হান্নান৷ এ সময়  বেতাগা ৩ নং ওয়ার্ডের মেম্বার মোঃ সেলিম মিয়া, সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন৷ 

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024