নীলফামারীর ডোমারে ৫২তম জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা- ২০২৪ এর সমাপনী ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

আজ রবিবার (২১শে জানুয়ারী) ডোমার বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে অনুষ্ঠিত শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—ডোমার উপজেলা পরিষদের চেয়ারম্যান তোফায়েল আহমেদ।

এসময় আরও উপস্থিত ছিলেন—ডোমার উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নাজমুল আলম বিপিএএ, উপজেলা পরিষদের সংরক্ষিত মহিলা ভাইস-চেয়ারম্যান বেগম রৌশন কানিজ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শাকেরিনা বেগম, উপজেলা একাডেমিক সুপারভাইজার মোঃ শাফিউল ইসলাম, ডোমার ইসলামিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মোঃ শামসুদ্দিন হোসাইনী সুফী প্রমুখ সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকাবৃন্দ।

আলোচনা সভা শেষে ক্রিকেট, ব্যাডমিন্টন, টেবিল টেনিস, ভলিবল, সাইক্লিং ও এথলেটিক্স ইভেন্টে বিজয়ী শিক্ষার্থী ও শিক্ষাপ্রতিষ্ঠানের মাঝে পুরষ্কার তুলে দেন অতিথিরা। পরে, এবারের ৫২তম জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ঘোষণা করা হয়।

উল্লেখ্য, এবারের আসরে ক্রিকেট, টেবিল টেনিস ও ব্যাডমিন্টন (দ্বৈত) ইভেন্টে চাম্পিয়ন হয়েছে ডোমার বহুমুখী উচ্চ বিদ্যালয়, বালিকাদের ব্যাডমিন্টন (দ্বৈত) ইভেন্টে ডোমার সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, ব্যাডমিন্টন (একক) ইভেন্টে বালকদের চাম্পিয়ন গোমনাতী উচ্চ বিদ্যালয় ও বালিকাদের চাম্পিয়ন হয়েছে ডোমার বালিকা বিদ্যা নিকেতন।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024