ঝিনাইদহ সদর ও শৈলকূপা থেকে বিপুল পরিমাণ ফেনসিডিল, ইয়াবা ও গাঁজাসহ তিন মাদক কারবারিকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ।


গত শুক্রবার সদর উপজেলার হাটগোপালপুর ও শনিবার সন্ধ্যায় শৈলকূপার আলফাপুর থেকে তাদেরকে আটক করা হয়।


আটককৃতরা হলেন- মুন্সিগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার মুন্সিগঞ্জ গ্রামের তৈয়ব আলীর ছেলে শেখের মুক্তার হোসেন, কুমিল্লার মেঘনা উপজেলার ওরুপুর গ্রামের চাঁন মিয়ার ছেলে সাজল মিয়া ও মাগুরার শ্রীপুর উপজেলার বড়তলা মৃত সুরত আলী বিশ্বাসের শাহজাহান বিশ্বাস।


জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তি আমাদের একটা আভিযানিক দল সদর উপজেলার হাটগোপালপুর কলাহাট এলাকায় অভিযান চালিয়ে একটি পিকাপ থেকে ১০০বোতল ফেনসিডিলসহ মুক্তার হোসেন ও সাজল মিয়া নামের দুই মাদক কারবারিকে আটক করে।


অন্যদিকে শৈলকূপার আলফাপুর এলাকা থেকে ৫০পিচ ইয়াবা ও ১০০ গ্রাম গাঁজাসহ


শাহজাহান নামের এক মাদক কারবারিকে আটক করা হয়।

আটককৃতদের বিরুদ্ধে থানায় সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করে আদালতে সোপর্দ করা হয়েছে।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024