|
Date: 2024-01-21 19:13:00 |
পাখিরা সব ডেকে বলে
সকাল হলো কখন,
সূর্য মামা জেগে ওঠেছে
আলসে কেন খোকন?
বড্ড ঘুম চোখে যে তার
তাই ওঠেনি আগে,
কাল সকালে সবার আগে
উঠবে খোকন জেগে।
গোলাপ মাহমুদ সৌরভ
বাঞ্ছারামপুর, ব্রাহ্মণবাড়িয়া।
© Deshchitro 2024