ঢাকা বিশ্ববিদ্যালয় বিজয় একাত্তর হলে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ পরিবারের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। 


গতকাল রোববার (২১ জানুয়ারি) বিজয় একাত্তর লেকচার হলে নতুন কমিটি ঘোষণা করা হয়।


নতুন কমিটির সভাপতি আব্দুর রহমান শিবলি এবং সাধারণ সম্পাদক মো. শেখ সাদী। 


মেয়াদোত্তীর্ণ হওয়ায় গত ৮ই ডিসেম্বর কার্যনির্বাহী কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়।এরপরই গতকাল রাতে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হলো।জানা গেছে উক্ত কমিটি ৫৩ সদস্য বিশিষ্ট। 


নতুন দায়িত্বপ্রাপ্ত সভাপতি আব্দুর রহমান শিবলি বলেন, "ইসলামের ইতিহাস ও সংস্কৃতি পরিবার বিজয় একাত্তর হল" সংস্কৃতির ধারক। সময়ের ধারাবাহিকতায় আমরা এই কমিটির দায়িত্বে এসেছি। ইনশাআল্লাহ আমরা আমাদের সংগঠনকে একটি আদর্শ ছাত্রবান্ধব সংগঠনে রুপান্তরিত করব। 


অন্যদিকে সাধারণ সম্পাদক মোঃ শেখ সাদী বলেন, আমাদের সংগঠনটির নামের মধ্যেই পরিবার রয়েছে। আমরা এর যথার্থতা বজায় রাখতে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাবো।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024