|
Date: 2024-01-22 10:06:22 |
কনকনে শীতে বিপর্যস্ত উত্তরের জনজীবন। শীতের প্রকোপে জুবুথুবু শিশু ও বয়স্করা। এমন অবস্থায় নীলফামারীর ডোমারে গরীব, অসহায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করছে সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন- ‘আমরা ডোমারীয়ান’।
রবিবার (২১শে জানুয়ারী) রাতে উপজেলা শহরের বিভিন্ন এলাকায় সুবিধাবঞ্চিত, হতদরিদ্র ও অসহায়দের বাড়ি বাড়ি গিয়ে শীতবস্ত্র পৌঁছিয়ে দিচ্ছেন সংগঠনটির স্বেচ্ছাসেবকরা। এছাড়া বিভিন্ন এতিমখানা ও মাদ্রাসাতেও শীতবস্ত্র হিসেবে কম্বল প্রেরণ করা হচ্ছে।
সংগঠনটি গত এক যুগেরও বেশি সময় যাবৎ শীতবস্ত্র বিতরণ সহ জনকল্যাণমুখী কার্যক্রম পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় এবারের শীতে ইতোমধ্যে প্রায় শতাধিক শীতবস্ত্র করেছে। বিতরণ কার্যক্রম অব্যাহত থাকবেও বলে জানান সংগঠনটির সমন্বয়করা।
© Deshchitro 2024