|
Date: 2022-10-15 15:30:38 |
শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলায় সদ্য যোগদানকৃত এসিল্যান্ড আশরাফুল কবীর এর পরিচয় দিয়ে একটি প্রতারক চক্র 01752850112 নাম্বার থেকে এক বীর মুক্তিযোদ্ধার কাছে লোন ও অনুদান পায়িয়ে দেওয়ার কথা বলে ৬৫ হাজার টাকা দাবী করে। ১৫ অক্টোবর শনিবার সন্ধ্যা ৭.৪০ মিনিটে ওই প্রতারক চক্র 01610939904 একটি বিকাশ নাম্বারে টাকা পাঠানোর জন্য বলে। কিন্তু দেখা যায় ওই নাম্বারটি এসিল্যান্ডের নয়। ওই বীর মুক্তিযোদ্ধা এসিল্যান্ডের সাথে যোগাযোগ করলে এ ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি স্ট্যাটাসের মাধ্যমে উপজেলার সবাইকে সতর্ক থাকতে অনুরোধ জানিয়েছেন এসিল্যান্ড আশরাফুল কবীর। স্ট্যাটাসে তিনি লিখেন, সতর্কীকরণ পোস্ট, প্রতারকচক্র হতে সবধান, 01752850112 নম্বর থেকে ফোন করে এসিল্যান্ড ঝিনাইগাতী, শেরপুর পরিচয় দিয়ে একজন বীর মুক্তিযোদ্ধার কাছে টাকা চেয়েছে। বীর মুক্তিযোদ্ধার ভাষ্য মতে, বর্ণিত নম্বর থেকে কল করে তিনি সোনালী ব্যাংক থেকে ১০ লক্ষ টাকা লোন নিয়েছে কিনা জানতে চান। লোন নেয়া হয়েছে জানানোর পর প্রতারক বলেন, "সরকার বীর মুক্তিযোদ্ধার নামে আরো ২ লক্ষ ৯৫ হাজার টাকা অনুদান প্রদান করেছে"। প্রতারক উল্লেখ করেন উক্ত টাকা পেতে হলে 01610939904 বিকাশ নম্বরে এখনি ৬৫ হাজার টাকা বিকাশ করতে হবে। এটি কার নম্বর জানতে চাইলে প্রতারক জানান এটি সোনালী ব্যাংক ম্যানেজার, ঝিনাইগাতী এর নম্বর। ঘটনার সময় অদ্য ১৫.১০.২০২২ আনুমানিক সন্ধ্যা ৭.৪০ ঘটিকা। এ ব্যাপারে এসিল্যান্ড আশরাফুল কবীর জানান, এ ব্যাপারে তদন্ত করে শীঘ্রই আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
© Deshchitro 2024