জয়পুরহাটের আক্কেলপুরে নিরাপদ উচ্চ মূল্যের সবজি ব্রকলি উৎপাদন প্রদর্শনীর কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। 

সোমবার (২২ জানুয়ারি) বিকাল ৪ টায় শ্রীকৃষ্টপুর গ্রামে জাকস ফাউন্ডেশন কর্তৃক বাস্তবায়িত আরএমটিপি প্রকল্পের আওতায় ‘ইকোলজি বান্ধব নিরাপদ সবজি উৎপাদন ও বাজারজাতকরণ’ শীর্ষক ভ্যালু চেইন উপ-প্রকল্পের আওতায় মাঠ দিবসে প্রধান অতিথির বক্তৃতা করেন আক্কেলপুর উপজেলা উপজেলা কৃষি কর্মকর্তা
মোঃ ইমরান হোসেন।

এ সময় জাকস ফাউন্ডেশনের উপ-পরিচালক (প্রোগ্রাম) ওবায়দুল ইসলামের সভাপতিত্বে মাঠ দিবসে আরও বক্তৃতা করেন, জাকস ফাউন্ডেশনের উক্ত প্রকল্পের ভ্যালু চেইন ফ্যাসিলিটেটর মোঃ মেহেদুল হাসান, মার্কেটিং ম্যানেজার কাজী জাকির, শাখা ব্যবস্থাপক মোঃ মামুনুর রশীদ, সহকারী ভ্যালু চেইন ফ্যাসিলিটেটর জাহিদ হোসেন, গোলাম মওলা, মাহবুবসহ জাকস ফাউন্ডেশনের বিভিন্ন স্তরের কর্মকর্তাগণ, উপকরণ সরবরাহকারী এবং স্থানীয় সবজি উৎপাদনকারী কৃষকগণ।

উপ-প্রকল্পটি আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিল (ইফাদ) ও ড্যানিডার অর্থায়নে এবং পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)-এর কারিগরি সহযোগিতায় জাকস ফাউন্ডেশন কর্তৃক বাস্তবায়িত হচ্ছে।

এ সময় কৃষক মোঃ আব্দুল খালেক                      বলেন, তিনি কোকোডাস্টে উৎপন্ন ব্রকলির চারা জমিতে রোপন করেন এতে ফসলের ফলন বৃদ্ধি হয়েছে। ব্রকলি নতুন ফসল হলেও বাজারজাত করতে কোন সমস্যা হয় নি এবং বাজারে ফুলকপির চেয়েও দাম বেশি পেয়েছেন। আগামীতে ব্রকলি আরো বেশি পরিমাণ জমিতে রোপন করে ফসল ফলানোর ইচ্ছাও পোষণ করেন 

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024