|
Date: 2024-01-22 11:33:30 |
অবৈধভাবে ধান চাল মজুদ রাখার অভিযোগে ঠাকুরগাঁও সদর উপজেলা মেসার্স মাছরাঙ্গা ও মেসাস জে এসসহ দুটি অটো রাইসমিল মালিককে পঞ্চাশ হাজার টাকা করে একলাখ টাকা জরিমানা করা হয়েছে।
আজ সোমবার (২২ জানুয়ারি) দুপুরে ঠাকুরগাঁও জেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তাদের সাথে নিয়ে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট শামসুজ্জামান আসিফ এ অভিযান পরিচালনা করেন।
এ সময় সদর উপজেলার আকচা ইউনিয়নে অবস্থিত মেসার্স মাছরাঙ্গা অটোরাইস মিল মালিক পবন প্রসাদ আগরওয়াল ও রহিমানপুর ইউনিয়নে অবস্থিত মেসাস জেএস এর মিল মালিক আব্দুস সালামকে পঞ্চাশ হাজার টাকা করে ১ লাখ টাকা জরিমানা করা হয়।
এসময় নির্বাহী ম্যাজিস্ট্রেট ও খাদ্য অধিদপ্তরের কর্মকর্তারা জানান, ধান-চালের অবৈধ মজুদ বিরোধী অভিযান জোরদারের ঘোষণা দিয়েছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। মজুদ বিরোধী আইন এরই মধ্যে পাস হয়েছে। দ্রুত বিধি প্রণয়ন করে তা মাঠ পর্যায়ে বাস্তবায়ন করা হবে। এরই পরিপ্রেক্ষিতে ধান চালের অবৈধ মজুদ বিরোধী অভিযান পরিচালনা করা হয়। যা অব্যাহত থাকবে।
অভিযানে নির্বাহী ম্যাজিস্ট্রেটসহ এসময় উপস্থিত ছিলেন জেলা খাদ্য নিয়ন্ত্রক মাহমুদুল হাসান, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আবুল বাসার, কারিগরি খাদ্য পরিদর্শক হারুন অর রশিদসহ অন্যান্য কর্মকর্তা।
© Deshchitro 2024