সত্য মিথ্যা জোড়াতালি
 - রুমি রহমান

কথায় পিটে কথা দিয়ে,
করে লুকোচুরি।
সত্য ঢেকে মিথ্যে দিয়ে,
দেয় জোড়াতালি।

কিবা আপন কিবা পর,
সার্থে বন্দি জন।
কত রঙ্গে সেজে মিথ্যে,
করে যে বণ্টন।

দিব্যি খেয়ে বলছি আমি,
মিথ্যে না জানি।
সবার মুখে এক নীতি,
মিথ্যে বলিনি।

নেতা কথার ভাজে যে,
সত্য থাকে ঘুমে।
আলিশান বাড়ি গাড়ি,
মিথ্যের ফসলে।

রোজ বিক্রি হয় জানি,
বিবেক যে মৃত।
নৈতিকতা ভুলে যাই,
কি ভালো কি মন্দ।

অফিসের ছাদনাতলা,
সত্যে বসে মেলা।
মিথের মুল্য চরা হলে,
সত্য যে খোড়া।

মিথ্যে দিয়ে পকেট ভারি,
অশান্তি কিনি।
সত্য হলো জীবন্ত,
আমরা যে ভুলি।
প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024