ঝালকাঠি জেলা পুলিশের শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ   (ওসি) নির্বাচিত হয়েছেন রাজাপুর থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ আতাউর রহমান ।


সোমবার (২২  জানুয়ারি ) দুপুরে পুলিশ লাইন্সে  পুলিশ সুপার মোহাম্মাদ মোহাম্মদ আফরুজুল হক টুটুল তার হাতে শ্রেষ্ঠ ওসির পুরস্কার হিসেবে সম্মাননা ক্রেস্ট তুলে দেন।

জানা যায়,  নিয়মিত মামলা নিষ্পত্তি, গ্রেপ্তারি পরোয়ানা তামিল, অবৈধ মাদকদ্রব্য উদ্ধার, আসামি গ্রেপ্তার ও জনবান্ধব পুলিশিংয়ে বিশেষ অবদান রাখায় তিনি জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হন। 


এ বিষয়ে ওসি আতাউর রহমান  বলেন, আমি পুলিশ সুপার, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্), অতিরিক্ত পুলিশ সুপার, (সদর সার্কেল), থানায় কর্মরত সদস্য ও ঝালকাঠিবাসীর নিকট কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। ভবিষ্যতেও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে এ ধারাবাহিকতা বজায় রাখার চেষ্টা করব। 
প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024