বগুড়ায় র‍্যাবের অভিযানে নাশকতা মামলার এক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।
২২ জানুয়ারি (সোমবার) দুপুর ২.৩০ টায় সদরের কলোনী এলাকা থেকে শাজাহানপুর উপজেলাধীন ফুলদিঘী এলাকার আবুল হোসেনের ছেলে সাজু ইসলাম (৩৫) কে গ্রেপ্তার করা হয়।
র‍্যাবের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য উল্লেখ করে জানানো হয়, গত বছরের ১৫ নভেম্বর অবরোধ চলাকালে শাজাহানপুরের বনানী বাইপাসে দলবদ্ধ হয়ে নাশকতা করার অভিযোগে মামলা হয় সাজুর বিরুদ্ধে। গ্রেপ্তার এড়াতে সাজু বিভিন্ন জায়গায় পালিয়ে বেড়াচ্ছিলেন। বগুড়া সদরের কলোনী এলাকায় অবস্থানকালে সোমবার গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়।
র‍্যাব-১২ বগুড়া'র কোম্পানি কমান্ডার মীর মনির হোসেন বলেন, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য তাকে শাজাহানপুর থানায় সোপর্দ করা হয়েছে।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024