যদি আমি বৃষ্টি হতাম, 

অঝোরেই কবে আপনার বাড়ির পাশে স্রোত হয়ে ভেসে যেতাম। 

মেঘেরা থেকে যাবার জন্য আকুতি-মিনতি করলেও- 

শেষ মেশ আপনাকেই বেছে নিতাম। 

আর আমি আপনার কাছে থেকে যাবার জন্য 

আকুতি-মিনতি করলে শেষ মেশ, 

আপনিই আমাকে অজুহাত দেখিয়ে পালিয়ে যেতেন ! 

স্রোতরা কখনই চোখের কাছে পর হয় না। 

চোখ জানে স্রোতের বিষাদ, 

স্রোত জানে অঝোরে ঝরে যাওয়া বৃষ্টির বিষাদ! 

আমি জানি না আপনার বিষাদ। 




সুর্বণা মির্জা 

নাঙ্গলকোট, কুমিল্লা। 

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024