ওদের শরীরে বহে পাকীদের রক্ত 

আজও ওরা তাই পাকীদের ভক্ত। 

ওরা মুখেই বলে শুধু মুজিব সেনা, 

ওরা নাম বেঁচে শোধাতে চায়-যে দেনা। 

তাই তো খুন, গুম করে ওরা ধর্ষণ, 

অন্যায়, দূর্নীতি ওদের আকর্ষণ। 

ফিরে এসো ফিরে এসো মহান নেতা, 

বাংলার বন্ধু, দরদী জাতীর পিতা। 

তোমার শাসনে তোমার ভাষণে- 

মুছে যাক, নিপাত যাক শত্রু যত, 

তুমি ফিরে এসো- 

বঙ্গবন্ধু আগের মত। 




নূরজাহান নীরা 

ফতুল্লা, নারায়ণগঞ্জ। 

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024