|
Date: 2024-01-23 08:15:39 |
নাশকতার মামলায় গ্রেপ্তার হয়ে ২৪ দিন কারাভোগের পর মুক্তি পেলেন নীলফামারীর ডোমার উপজেলা জাতীয়তাবাদী কৃষক দলের আহ্বায়ক মোঃ আফজাল হোসেন চৌধুরী হিরো।
সোমবার (২২শে জানুয়ারী) তিনি মুক্তি পান। কারামুক্তির পর রাতে উপজেলার গোমনাতী ইউনিয়নে ফিরলে স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা তাকে ফুল ও মালা দিয়ে বরণ করে নেন।
জানা যায়, গত ২৯শে ডিসেম্বর রাতে নাশকতার মামলায় উপজেলার গোমনাতী ইউনিয়নের চৌধুরীপাড়া এলাকার নিজ বাড়ি থেকে হিরোকে গ্রেপ্তার করে পুলিশ।
মোঃ আফজাল হোসেন চৌধুরী হিরো ডোমার উপজেলা জাতীয়তাবাদী কৃষক দলের আহ্বায়কের দায়িত্ব পালন করছেন। এর আগে, জাতীয়তাবাদী যুবদলের সাবেক সভাপতি ছিলেন তিনি।
© Deshchitro 2024