বগুড়ার সারিয়াকান্দি উপজেলাধীন নারচী ইউনিয়নের চরগোদাগারি এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে বাঙ্গালী নদী হতে ড্রেজার মেশিন দিয়ে অবৈধভাবে বালু তোলার অপরাধে ০১ জনকে বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে।


২৩ জানুয়ারি (মঙ্গলবার) বেলা ৫.০০-৭.০০ ঘটিকায় সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সবুজ কুমার বসাক সারিয়াকান্দি থানা পুলিশের চৌকশ টিমের সহায়তায় এ অভিযান পরিচালনা করেছন।


আদালত সূত্র জানায়, মোবাইলকোর্ট পরিচালনাকালে বগুড়ার শিবগঞ্জ থানাধীন মালোগাড়ী আটমূল এলাকার গফুর মন্ডলের ছেলে নবীর (৩৮) কে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর সংশ্লিষ্ট ধারায় সাজা হিসেবে ০৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।


সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এস কে বসাক এসব তথ্য নিশ্চিত করে জানান, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনাকালে ঘটনাস্থল ০১ জনকে আটক করে জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।

পরিশেষে, জনস্বার্থে এমন অভিযান অব্যাহত থাকবে বলে সকলকে সর্তক বার্তা প্রদান করেন তিনি।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024