শেরপুর জেলা পুলিশের উদ্যোগে জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের সাথে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়েছে। ২৩ জানুয়ারি মঙ্গলবার বেলা ১২টায় পুলিশ সুপারের সম্মেলন কক্ষে পুলিশ সুপার মোনালিসা বেগম পিপিএম-সেবা এর সভাপতিত্বে এই শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতে শেরপুর-১৪৩ সংসদীয় আসনের নব-নির্বাচিত সংসদ সদস্য মোঃ ছানুয়ার হোসেন ও শেরপুর-১৪৫ সংসদীয় আসনের নব-নির্বাচিত সংসদ সদস্য এডিএম শহিদুল ইসলামকে শেরপুর জেলা পুলিশের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয়। এসময় শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ খোরশেদ আলম (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত), অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) আরাফাতুল ইসলাম, সহকারী পুলিশ সুপার (নালিতাবাড়ী সার্কেল) মোঃ দিদারুল ইসলামসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024