|
Date: 2024-01-24 04:33:19 |
শেরপুর জেলা পুলিশের উদ্যোগে জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের সাথে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়েছে। ২৩ জানুয়ারি মঙ্গলবার বেলা ১২টায় পুলিশ সুপারের সম্মেলন কক্ষে পুলিশ সুপার মোনালিসা বেগম পিপিএম-সেবা এর সভাপতিত্বে এই শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতে শেরপুর-১৪৩ সংসদীয় আসনের নব-নির্বাচিত সংসদ সদস্য মোঃ ছানুয়ার হোসেন ও শেরপুর-১৪৫ সংসদীয় আসনের নব-নির্বাচিত সংসদ সদস্য এডিএম শহিদুল ইসলামকে শেরপুর জেলা পুলিশের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয়। এসময় শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ খোরশেদ আলম (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত), অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) আরাফাতুল ইসলাম, সহকারী পুলিশ সুপার (নালিতাবাড়ী সার্কেল) মোঃ দিদারুল ইসলামসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
© Deshchitro 2024