|
Date: 2024-01-24 05:09:47 |
শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলার সদর ইউনিয়ন পরিষদের আয়োজনে ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের বরাদ্দকৃত ২০০ জন শীতার্তদের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে। ২৩ জানুয়ারি মঙ্গলবার দুপুরে ঝিনাইগাতী সদর ইউনিয়ন পরিষদ ভবনে শীতার্ত মানুষের মধ্যে এ কম্বল বিতরণ করা হয়। কম্বল বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ আব্দুল্লাহ আল মাহমুদ ভূঁইয়া। ঝিনাইগাতী সদর ইউপি চেয়ারম্যান শাহাদৎ হোসেনের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, ইউপি সচিব শাহানাজ পারভীনসহ ওই ইউনিয়নের সংশ্লিষ্ট ওয়ার্ডের ইউপি সদস্যগণ।
© Deshchitro 2024