কথায় আছে ‘কারো পৌষ মাস, কারো সর্বনাশ’ শীতকাল ধনীদের কাছে অনেক সুখকর সময় মনে হলেও দুস্থ অসহায় মানুষের কাছে সর্বনাশই। কারণ, শীতকাল এলেই ধনী বা মধ্যবিত্তরা মধ্যে বাহারি ডিজাইন ও নানা রঙের শীতের পোশাক কেনার ধুম পড়ে যায়। আর যাদের সামান্য একটি শীতের পোশাক কেনার সামর্থ্য নেই, তাদের কাছে শীতকাল মানেই সর্বনাশ।

বুধবার (২৪ জানুয়ারি) সকা‌লে পৌর এলাকার মুজিব সড়ক রোডস্থ  রেঁনেসা ক্লাবে সখিনা মোতাহার কল্যাণ ট্রাস্ট্রের পক্ষ থেকে ২ হাজার অসহায় শীতার্ত মানুষের মাঝে এই শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। 

‘মানুষ মানুষের জন্য’ এই স্লোগানকে সামনে রেখে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অসহায় ও দুস্থদের হাতে কম্বল তুলেদেন সখিনা মোতাহার কল্যাণ ট্রাস্ট্রের প্রতিষ্ঠাতা ও সিরাজগঞ্জ সদর  ও কামারখন্দ২  আসনের নব-নির্বাচিত জাতীয় সংসদ সদস্য ড. জান্নাত আরা তালুকদার হেনরী।

সখিনা মোতাহার কল্যাণ ট্রাস্ট্রের কম্বল পেয়ে নিজেদের অনুভুতি প্রকাশ করেন, এভাবেই, এই শীতে একমাত্র সম্বল আপনাদের কম্বল। ৮০ বছরের বৃদ্ধ আলীম উদ্দীন বলেন, এই যে শীত যাচ্ছে কেউ একটা কাপড় দেয়নি। আজ এই কম্বলই এবারের শীতের একমাত্র সম্বল’। 

তার মতোই সখিনা মোতাহার কল্যাণ ট্রাস্ট্রের দেওয়া কম্বল গায়ে জড়িয়ে ৭৫ বছরের বৃদ্ধা জরিনা বলেন, এবার যে শীত যাচ্ছে এই কম্বলটা আমার খুব দরকার ছিল আমি খুব খুশি, হয়েছি এই মানুষটি বিগত সময় ধরে আমাদের মত মানুষদের পাশে দাঁড়িয়েছেন। 

এ সময় উপস্থিত ছিলেন, ট্রাস্টের সদস্য ও লাম এন্টারপ্রাইজের পরিচালনা পরিষদের পরিচালক শামীম তালুকদার লাবু সহ বাংলাদেশ আওয়ামী লীগের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024