বগুড়ায় বৈদ্যুতিক মিটার চুরি চক্রের দুই সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১২।

গতকাল ২৩ জানুয়ারি (মঙ্গলবার) রাত ৯ টায় জেলার কাহালু উপজেলার নারহট্ট ইউনিয়নের বিবিরপুকুর বাজার এলাকা থেকে কাহালু উপজেলার নহরাপাড়ার মৃত গোফফার সরদারের ছেলে ওমর ফারুক (২১) ও একই উপজেলার শিলকহোর মৃত মোহাম্মদ আলী মণ্ডলের ছেলে সাজু মণ্ডল (৪০)কে গ্রেপ্তার করা হয়। এসময় তাদের কাছ থেকে রড কাটার লোহার কাচি ও মোবাইল নম্বরসহ ৬ টি চিরকুট উদ্ধার করা হয়।
গত ১১ জানুয়ারি কাহালুর নারহট্ট এলাকার বেলালুর রহমানের(৫৯) ডিপ টিউবওয়েলের সাথে থাকা বৈদ্যুতিক মিটার চুরি হয়। তখন তিনি কাহালু থানায় একটি অভিযোগ দায়ের করেন।  
বুধবার র‍্যাবের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করে বলা হয়, বৈদ্যুতিক মিটার চুরির অভিযোগ পাওয়ার পর র‍্যাবের চৌকশ টিম এর অভিযানকালে মঙ্গলবার রাত ৯ টায় কাহালুর বিবিরপুকুর বাজার থেকে মিটার চুরি চক্রের ওই দুইজন সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করা হয়। এসময় তাদের কাছ থেকে ১টি দুই ফিট ১১ ইঞ্চি রড কাটার বড় কটি লোহার কাচি ও মোবাইল নাম্বার সংবলিত ৬ টি চিরকুট উদ্ধার করা হয়।
র‍্যাব-১২ বগুড়া'র কোম্পানি কমান্ডার মীর মনির হোসেন বলেন, আসামিরা দীর্ঘদিন ধরেই বৈদ্যুতিক মিটার চুরি করে আসছিলো বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করে। এরপর মিটার ফেরত দেওয়ার কথা বলে কৌশলে তারা চিরকুট লিখে টাকা দাবি করতো।
গ্রেপ্তারকৃত দুইজনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য তাদেরকে কাহালু থানায় হস্তান্তর করা হয়েছে বলেও নিশ্চিত করেন র‍্যাবের এই কর্মকর্তা। 

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024