বগুড়ার শেরপুরে বিভিন্ন অপরাধে জরিত অভিযোগে ৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (২৪ জানুয়ারি) দুপুরে তাদের জেল হাজরে প্রেরণ করে। এর আগে সোমবার রাত থেকে শুরু করে মঙ্গরবার ভোর পর্যন্ত উপজেলার দশটি ইউনিয়নের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়। এসময় তাদের নিকট থেকে ১০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়, মাদক, জুয়াসহ বিভিন্ন মামলায় তাদের কারাগারে প্রেরণ করেন। 
শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম রেজা এই তথ্য নিশ্চিত করে বলেন,  জেলার পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্তীর নির্দেশনায় ও জেলার অতিরিক্ত পুলিশ সুপার (শেরপুর সার্কেল) সজীব শাহরিনের নেতৃত্বে ওই বিশেষ অভিযান পরিচালিত হয়। অভিযানের পুলিশের তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী, মাদক সেবনকারী, জুয়ার সঙ্গে জড়িত থাকার অভিয়োগে ৫জনকে গ্রেপ্তার করা হয়েছে। সেইসঙ্গে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণপূর্বক মঙ্গলবার বগুড়ায় আদালতে পাঠানো হয়েছে।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024