না ফেরার দেশে পাড়ি জমালেন নীলফামারীর জলঢাকা সরকারি ডিগ্রী কলেজের অবসরপ্রাপ্ত সহকারী অধ্যাপক আব্দুর রহিম।

গতকাল মঙ্গলবার (২৩শে জানুয়ারী) দিবাগত রাত ১১টায় নীলফামারীর ডোমার উপজেলার সোনারায় ইউনিয়নের ধনীপাড়া গ্রামের নিজ বাসভবনে বার্ধক্যজনিত কারণে চিকিৎসারত অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন।

আব্দুর রহিম নীলফামারীর ডোমার উপজেলার সোনারায় ইউনিয়নের ধনীপাড়া গ্রামের বাসিন্দা। তিনি দীর্ঘদিন জলঢাকা সরকারি ডিগ্রী কলেজে সহকারী অধ্যাপক হিসেবে চাকুরি করেন। মৃত্যুকালে স্ত্রী, সন্তান সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেলেন তিনি।

আজ বুধবার (২৪শে জানুয়ারী) বাদ জোহর দুপুর ২টা ১৫ মিনিটে উপজেলার সোনারায় জামিয়া ইসলামিয়া মাদ্রাসা মাঠে তার জানাজা নামাজ অনুষ্ঠিত হয়েছে। পরে, পারিবারিক কবরস্থানে দাফনকাজ সম্পন্ন করা হয়।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024