|
Date: 2024-01-24 10:59:42 |
ডাসারে গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক।
মাদারীপুরের ডাসারে ১০০ গ্রাম গাঁজাসহ আল -আমিন হাওলাদার(৩০) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করছে পুলিশ।
পুলিশ সূত্রে জানাগেছে, গোপন সংবাদের ভিত্তিতে ডাসার থানার এসআই সমর সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে উপজেলার বালিগ্রাম ইউনিয়নের পাথুরিয়াপাড় এলাকা থেকে গাঁজাসহ তাকে গ্রেফতার করেন।
আটককৃত আল-আমিন(৩০) পিতা :মৃত্যু:লতিফ হাওলাদার, গ্রাম: দক্ষিণ ভাউতলি,পোষ্ট: বীর মোহন, থানা: ডাসার, জেলা : মাদারীপুর।
© Deshchitro 2024