কক্সবাজারের টেকনাফের বাহারছড়া এলাকায় শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে কিশোরীদের আত্মরক্ষামূলক তায়কোয়ান্ডো মার্শাল আর্ট প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।বুধবার (২৪ জানুয়ারি) বেলা ১১ টার দিকে উপকূল বাহারছড়া মারিশবনিয়া এসইএসডিপি মডেল উচ্চ বিদ্যালয়ে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের অর্থায়নে বাংলা-জার্মান সম্প্রীতি বিজিএস এর বাস্তবায়নে এ সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে মারিশবনিয়া এসইএসডিপি মডেল উচ্চ বিদ্যালয়ের এসএমসি কমিটির সভাপতি সাইফুল কাদেরের সভাপতিত্বে বিজিএস এর এসসিপিএফ মিজানুর রহমানের সঞ্চালনায়এতে প্রধান অতিথি ছিলেন টেকনাফ উপজেলা একাডেমিক সুপারভাইজার নুরুল আফসার।

বিশেষ অতিথি ছিলেন ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের ডেপুটি ডাইরেক্টর মঞ্জু মারিয়া পালমা, বিজিএস এর নির্বাহী পরিচালক পানসিও মারমা, বাহারছড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পরিদর্শক মোঃ মশিউর রহমান, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ কক্সবাজারের সিনিয়র ম্যানেজার রোনাল্ড প্রবীর চিসিক, বিজিএস এর প্রোগ্রাম ম্যানেজার খন্দকার হাবিবুল আরিফ, বিজিএস এর প্রোগ্রাম ম্যানেজার আব্দুল হামিদ প্রমূখ।


এ সময় কিশোরীদের আত্মরক্ষামূলক তায়কোয়ান্ডো মার্শাল আর্ট প্রশিক্ষণের প্রশিক্ষণার্থীরা সকলের সামনে তাদের ডিসপ্লে উপস্থাপন করেন। শেষে স্থানীয় হতদরিদ্র ২৭৮ জন শিশুদের মাঝে কম্বল বিতরণ করা হয়।


টেকনাফ উপজেলা একাডেমিক সুপারভাইজার নুরুল আফসার বলেন, মার্শাল আর্ট প্রশিক্ষণটি আত্মরক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। সকলকে এই প্রশিক্ষণ নেওয়া দরকার। প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠান শেষে স্থানীয় হতদরিদ্র ২৭৮ জন শিশুদের মাঝে কম্বল বিতরণ এটা প্রশংসার দাবীদার। যার জন্যে আমি ওয়ার্ল্ড ভিশন ও বাংলা-জার্মান সম্প্রীতি বিজিএসকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। আমি আপনাদের উত্তরোত্তর সাফল্য কামনা করছি।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024