|
Date: 2022-10-16 04:56:59 |
প্রিয় বাংলাদেশ
এম ইয়াকুব হাসান অন্তর
◾◾◾
যাহার গুনের কথা আমি
করতে পারি না শেষ,
সে যে আমার জন্মভুমি
প্রিয় বাংলাদেশ।
প্রেয়সীরও গুনের কথা
জানে সর্বজন,
পাগলপারা হইয়া সবাই
করে গুনের কীর্তন।
কি বলিব কি করিব
তার বুকে সবুজেরই রেস।
দোয়েল, কোয়েল ময়না শ্যামা
গায় যে মধুর গান,
হাজার দেশের চেয়ে উওম
আমার বাংলদেশের মান।
রুপের কথা যাবে না করা
কোনদিন ও শেষ।।
© Deshchitro 2024