|
Date: 2024-01-25 09:27:34 |
কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার রায়কোট দক্ষিণ ইউনিয়নের বেল্টা গ্রামের (সরকারি আশ্রয় প্রকল্পের ঘর) মনির হোসেনের ভাগ্নি উম্মে জান্নাত রিফা (১০) গত ১৫ জানুয়ারি সকাল ৭টার সময় নাঙ্গলকোট পৌরসভার হরিপুর পূর্ব( মহিলা মাদ্রাসা) এলাকা থেকে নিখোঁজ হন। নিখোঁজ শিশু শিক্ষার্থী নাঙ্গলকোট পৌরসদরের হরিপুর মহিলা মাদ্রাসার ছাত্রী। শিশু শিক্ষার্থীর পিতা লিটন, মাতা কোহিনুর আক্তার।
দরিদ্র মামা মামি ও দীর্ঘদিন ধরে বিভিন্ন স্থানে খোঁজাখুজি করে না পেয়ে নিখোঁজের মামা বাদী হয়ে গত ১৯ জানুয়ারি নাঙ্গলকোট থানায় একটি সাধারণ ডায়েরি করেন।যার নং-৮৮০
১০ দিনেও খোঁজ না পেয়ে নিখোঁজের মামা তার ভাগ্নীকে ফিরে পেতে সকলের সহযোগিতা কামনা করেন।যোগাযোগ শিশুর মামা মনির হোসেন ০১৮৪৯-৮০৭৮১৯।
© Deshchitro 2024