|
Date: 2024-01-25 12:45:59 |
মৌলভীবাজারে জেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের কৃষি মন্ত্রণালয়ের মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপি বলেছেন, দেশে যে পরিমাণ চাল রয়েছে তাতে মজুদদারি না হলে চাল আমদানি করতে হবে না। প্রধানমন্ত্রী শেখ হাসিনা কৃষির বিষয় খুব আন্তরিক। এ আন্তরিকতাকে কাজে লাগিয়ে কৃষি উৎপাদন বাড়াতে হবে। কৃষকদের জন্য সারসহ কৃষি পণ্যের কোন সংকট নেই। কৃষকদের সর্বাত্মক সহযোগিতা করা হবে। দেশে চালের মজুদদারি হলে মোবাইল কোর্ট পরিচালনা করে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।
বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত মৌলভীবাজারে জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।
মৌলভীবাজার জেলা পর্যায়ের বিভিন্ন দপ্তর প্রধানদের সঙ্গে মতবিনিময় জেলা আইন শৃঙ্খলা কমিটির সভায় কৃষি মন্ত্রণালয়ের মন্ত্রী মো. আব্দুস শহীদ এমপি আরও বলেছেন, কৃষকদের সঙ্গে উঠান বৈঠক করে তাদের সমস্যাগুলো চিহ্নিত করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। কৃষক বাঁচলে বাংলাদেশ বাঁচবে, কৃষককে বাঁচিয়ে রেখে দেশের কৃষি উৎপাদন বাড়াতে হবে। বর্তমান পরিস্থিতি জিনিসপত্রের দাম বৃদ্ধির কোনো সম্ভাবনা নেই। আমরা পাঁচ মন্ত্রী বসেছিলাম সেখানে দ্রব্যমূল্যের বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত নেয়ার কথাও তিনি জানান।
সভায় সভাপতিত্ব করেন মৌলভীবাজার জেলা প্রশাসক ড. উর্মি বিনতে সালাম।
সভায় জেলা প্রশাসনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
© Deshchitro 2024