প্রায় তিন মাস পর কারামুক্ত হলেন নীলফামারীর ডোমার উপজেলা জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক আহ্বায়ক মোঃ জাহিদুল ইসলাম।

বৃহস্পতিবার (২৫শে জানুয়ারী) সন্ধ্যায় নীলফামারী জেলা কারাগারে জাহিদুলের কারামুক্তি উপলক্ষ্যে বিএনপি ও জাতীয়তাবাদী ছাত্রদলের নেতা-কর্মীরা তাকে ফুল দিয়ে বরণ সহ শুভেচ্ছা জানান।

এসময় উপস্থিত ছিলেন—ডোমার পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মোজাফফর আলী, নীলফামারী জেলা জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি মারুফ পারভেজ প্রিন্স, উপজেলা জাতীয়তাবাদী শ্রমিক দলের সদস্য সচিব মোঃ লোকমান হোসেন লাভলু, উপজেলা জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক যুগ্ম-আহ্বায়ক মোঃ মজিদুল ইসলাম, সদস্য সচিব মোঃ আশরাফুল আলম আশরাফ প্রমুখ সহ অন্যান্য নেতৃবৃন্দ।

উল্লেখ্য, গত ৩০শে অক্টোবর উপজেলা জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক আহ্বায়ক মোঃ জাহিদুল ইসলামকে আটক করেছিল পুলিশ। এরপর আদালতে সোপর্দ করা হলে জেলা কারাগারে প্রেরণের নির্দেশ দেন আদালত।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024