নীলফামারীর ডোমারে সাতদিন ব্যাপী ‘জরায়ুমুখ ও স্তন ক্যান্সার প্রতিরোধ সপ্তাহ-২০২৪’ এর সমাপনী অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার (২৫শে জানুয়ারী) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরায়ুমুখ ও স্তন ক্যান্সার প্রতিরোধ সপ্তাহের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—ডোমার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ রায়হান বারী।

এসময় ৫০ শয্যা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত সিনিয়র স্টাফ নার্স, মিডওয়াইভ সহ কমিউনিটি ক্লিনিকের স্বাস্থ্যকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত ১৯শে জানুয়ারী শুরু হওয়া জরায়ুমুখ ও স্তন ক্যান্সার প্রতিরোধ সপ্তাহে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সহ কমিউনিটি ক্লিনিকগুলোতে ভায়া টেস্ট আয়োজন করে উপজেলা স্বাস্থ্য বিভাগ।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024