১৫ অক্টোবর ২০২২ সন্ধ্যা ৭:০০ টায় সিরাজগঞ্জ জেলা শিল্পকলা একাডেমির শহীদ ক্যাপ্টেন এম মনসুর আলী অডিটোরিয়ামে তরুণ সম্প্রদায় গ্রুপ থিয়েটার, সিরাজগঞ্জের ৪৪ বছর পূর্তি উপলক্ষ্যে আয়োজিত ২ দিন ব্যাপি উৎসব পালিত হয়। উক্ত উৎসবের সমাপনীতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. মোঃ শাহ্ আজম। 


রবীন্দ্রনাথ ঠাকুরকে উদ্ধৃত করে তিনি বলেন, আমাদের শিল্পকে শিল্প হিসেবে তৈরি করতে গেলে নাট্যাভিনেতা এবং দর্শকের মিথস্ক্রিয়ার মধ্য দিয়ে তৈরি করতে হবে। তবেই সেটি জনগণের নাটক হবে। তিনি আরও বলেন, আমাদের দেশের ক্রমাগত উন্নয়নের ফলে অনেকেই আত্মশ্লাঘায় ভুগছেন- যা একটি সংকট। বাংলার নাটক যেন চোরাবালিতে পতিত না হয় সে বিষয়ে আমাদের সতর্ক থাকতে হবে। 


দেশে দিন দিন প্রকৃত নাট্যকর্মীর সংখ্যা কমে যাচ্ছে। এ বাস্তবতায় মানুষের জন্য নাটককে টিকিয়ে রাখতে, জর্জ বার্নার্ড শ'কে উদ্ধৃত করে মাননীয় উপাচার্য বলেন, নাট্যনির্মাতা, নাট্যকর্মী এবং দর্শক সকলের পরিস্থিতি বিবেচনায় এনে রাষ্ট্রীয় ও ব্যক্তিগত পৃষ্ঠপোষণায় একযোগে কাজ করে যেতে হবে। 


নাট্যব্যক্তিত্ব আসাদ উদ্দিন পবলুর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সিরাজগঞ্জের পুলিশ সুপার মোঃ আরিফুর রহমান মণ্ডল, সিরাজগঞ্জ জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুস সামাদ তালুকদারসহ বিভিন্ন সাংস্কৃতিক ও রাজনৈতিক ব্যক্তিত্ব।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024