লালমনিরহাটের হাতীবান্ধায় ফসলি জমিতে গবাদিপশু যাওয়ার প্রতিবাদ করায় রাস্তায় আটকিয়ে আনোয়ারা বেগম নামে এক গৃহবধূ ও তার ছেলে আশরাফুল আলমকে বেধড়ক মারধরের অভিযোগ পাওয়া গেছে জাহিদুল গংদের বিরুদ্ধে।


গতকাল বুধবার রাতে উপজেলার ডাউয়াবাড়ি ইউনিয়নের পূর্ব বিছনদই এলাকায় এ ঘটনাটি ঘটেছে

এ ঘটনায় মারধরের শিকার গৃহবধূ আনোয়ারা বেগম ও তার ছেলে আশরাফুল আলম বর্তমানে গুরুতর আহত অবস্থায় হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছেন।


এ ঘটনায় আশরাফুল আলম বাদী হয়ে জাহিদুল ইসলামকে প্রধান আসামি করে মোট ৫ জনের নাম উল্লেখ করে বৃহস্পতিবার সন্ধ্যায় স্থানীয় থানায় একটি লিখিত অভিযোগ করেন।


অভিযুক্তরা হলেন, ঐ এলাকার জাহিদুল, আমিনুর, বিশাল, লিপি বেগম, বাচ্চা মিয়া

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024