ব্যবসায়ীদের উদ্দেশ্যে খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, আসুন আমরা দুর্নীতিকে না করি। সকল দ্রব্যমূল্য সহনশীল পর্যায়ে রাখি। লাভের পরিমাণ কমাই। মানুষের সেবা করি। মানুষের সেবা করার মধ্যে স্বার্থকতা রয়েছে। সৃষ্টির সেবা করার মধ্যে আনন্দ রয়েছে।


গতকাল বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) বিকেল সাড়ে ৫টায় নওগাঁ শহরের নওজোয়ান মাঠে নাগরিক কমিটি আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।


এর আগে আওয়ামী লীগের সকল অঙ্গ সংগঠন, মুক্তিযোদ্ধা সংসদ, চেম্বার অফ কমার্সের ব্যবসায়ী নেতৃবৃন্দ, সামাজিক সাংস্কৃতিক সংগঠন, ব্যবসায়ী প্রতিষ্ঠানসহ প্রায় ৫ শতাধিক বিভিন্ন পেশাজীবি সংগঠনের পক্ষ থেকে ফুল এবং ক্রেষ্ট দিয়ে অতিথিদের সম্মাননা জানানো হয়। পরে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নওগাঁর ৩টি আসনে আওয়ামী লীগের মনোনয়নে বিজয়ী খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার, ব্যারিষ্টার নিজাম উদ্দিন জলিল জন এবং সৌরেন্দ্রনাথ চক্রবর্তীকে নাগরিক সংবর্ধনা প্রদান করা হয়।


প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024