খুব সহজে পেয়ে গেলে

মুল্য কি আর কেউ বোঝে?

থাকতে কেউ দেয় না মূল্য তাই!

সবাই হারিয়ে গেলেই খোঁজে।


বিশ্বাসের মূল্য পেতে গিয়ে 

অ'বিশ্বাসের ঘা'তে হয়েছি ক্ষ'ত-বি'ক্ষ'ত

এক সমুদ্র ভালোবাসার মূল্যায়ন দিয়েছে সে

হয়ে একাধিক সম্পর্কে জড়িত। 


ভালোবাসতে পারে না যারা

ভালো অভিনয় পারে তারা,

ঠ'কা'নো'র খেলায় মাতোয়ারা-

মানুষ নামের নরপ'শু এরা।


চাওয়া - পাওয়ার দুনিয়ায় প্রয়োজন বি'হী'ন

কেউ রাখে না কারো খবর,

স্বা'র্থে'র মাটিতে প্রায় সকলে দিয়েছে

বি'বে'ক ও ম'নুষ্যত্বের ক'ব'র। 


দাঁত থাকতে দাঁতের মর্ম

কেউ কি কখনো বোঝে? 

তাই তো হারিয়ে গেলেই সবাই

পা'গ'ল হয়ে খোঁজে। 


লেখক : প্রণব মন্ডল, কবি এবং শিক্ষার্থী।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024