নীলফামারীর ডোমারে চিলাই দারুল উলুম ইসলামিয়া কওমীয়া মাদ্রাসার সীমানা প্রাচীর নির্মাণকাজের উদ্বোধন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

আজ শুক্রবার (২৬শে জানুয়ারী) বাদ মাগরিব উপজেলার সদর ইউনিয়নের চিলাই দারুল উলুম ইসলামিয়া কওমীয়া মাদ্রাসা প্রাঙ্গনে অনুষ্ঠিত সীমানা প্রাচীর নির্মাণকাজের উদ্বোধন ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—নীলফামারী-১ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মোঃ আফতাব উদ্দিন সরকার।

এসময় আরও উপস্থিত ছিলেন—ডোমার উপজেলা পরিষদের চেয়ারম্যান তোফায়েল আহমেদ, ৮নং ডোমার সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুম আহমেদ, সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ ময়নুল ইসলাম মাস্টার প্রমুখ সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

আলোচনা সভা শেষে ভিত্তিপ্রস্তর স্থাপনের মাধ্যমে সীমানা প্রাচীর নির্মাণকাজের উদ্বোধন করা হয়। পরে, সকলের মঙ্গল কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024