|
Date: 2022-10-16 09:41:03 |
জাতীয় পুষ্টিসেবা (এনএনএস) মাঠ পর্যায়ের পুষ্টিকার্যক্রম দেখতে তাহিরপুর উপজেলার স্বাস্থ্য বিভাগের কামারকান্দি কমিউনিটি ক্লিনিক,টেকেরঘাট UH&FWC পরিদর্শন করেন স্বাস্থ্য ও পরিবার কল্যান মন্ত্রণালয়ের সম্মানিত উপ সচিব জনাবা জাকিয়া পারভীন স্যার, স্বাস্থ্য অধিদপ্তরের উপ-পরিচালক জনাব ডা.মোঃ জাফরুল হোসেন স্যার, সহকারী পরিচালক জনাব ডা.মোঃ বদিউজ্জামাল স্যার, সহকারী পরিচালক জনাবা ডা. রওশন জাহান আখতার আলো স্যার এবং জাতীয় পুষ্টিসেবা এর ডেপুটি প্রোগ্রাম ম্যানেজার জনাব ডা. নন্দলাল সূত্রধর মহোদয়। এসময় উপস্থিত হয়ে ধন্য করেছেন আজমিরিগন্জ,জগন্নাথপুর, শান্তিগঞ্জ, ছাতক ও বিয়ানীবাজার এর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা যথাক্রমে ডা ইকবাল হোসেন,ডা.মধুসূধন ধর,ডা. জসিম উদ্দিন শরিফী, ডা. রাজীব চক্রবর্তী, ডা. দেলোয়ার হোসেন। পরিদর্শনের সময় স্যারগণ সবার উদ্দেশ্যে বিভিন্ন দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।
উপজেলা স্বাস্থ্য বিভাগের পক্ষ হতে সবার প্রতি রইল আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
© Deshchitro 2024