মাঝে মাঝে অলৌকিক কিছু ঘটনা ঘটে যায়। এটা তেমনি একটি ঘটনা। ঝিনাইদের শৈলকুপায় অগ্নিকান্ডে মসজিদের মাদ্রাসা ঘর পুড়ে গেছে । এতে কিছুটা ক্ষয়ক্ষতি হলেও অক্ষত রয়ে গেছে পবিত্র কোরআন শরীফ। অবিশ্বাস্য এ ঘটনা শুক্রবার(২৬ জানুয়ারী) সকালে উপজেলার সারুটিয়া ইউনিয়নের ব্রহ্মপুর গ্রামের উত্তরপাড়া জামে মসজিদে। ব্রহ্মপুর উত্তরপাড়া জামে মসজিদের ইমাম হাফেজ ক্বারী নুহ ইসলাম জানান, মসজিদের মাদ্রাসা ঘরে হঠাৎই দাউ দাউ করে আগুন জ¦লে ওঠে। পরে স্থানীয়দের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। এতে ঘরের একাংশ পুড়ে গেছে। তবে পবিত্র কোরআন পানিতে ভিজে গেলেও আগুনের কোন তাপ লাগেনি। আল্লাহ নিজেই তার ঐশীবাণী হেফাজত করেছেন। শৈলকুপা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার সঞ্জয় কুমার দেবনাথ জানান, আমরা এখানে আসার আগেই স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনে। তবে বৈদ্যুতিক সটসার্কিট থেকে আগুনের সুত্রপাত। এঘটনায় কিছুটা ক্ষতি হলেও বড় ধরনের কোন ক্ষয়ক্ষতি হয়নি।


প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024