কথায় আছেকারো পৌষ মাস, কারো সর্বনাশ। শীতকাল ধনীদের কাছে অনেক সুখকর সময় মনে হলেও দুস্থ অসহায়মানুষের কাছে সর্বনাশই। কারণ, শীতকাল এলেই ধনী বা মধ্যবিত্তরা মধ্যে বাহারি ডিজাইন নানা রঙের শীতের পোশাক কেনার ধুম পড়ে যায়। আর যাদের সামান্য একটি শীতের পোশাক কেনার সামর্থ্য নেই, তাদের কাছে শীতকাল মানেই সর্বনাশ।  বরাবরের মতো এবারও এসব অসহায় দুস্থ মানুষের পাশে শীতবস্ত্র পৌঁছে দিচ্ছে ব্লাড ফর লাইফ ইন বাংলাদেশ।


হবিগঞ্জের মাধবপুরে সামাজিক সংগঠন ব্লাড ফর লাইফ ইন বাংলাদেশের পক্ষ থেকে অসহায় দুস্থ মাঝে লেপ বিতরণ করা হয়েছে। আজ শুক্রবার সকালে উপজেলা পরিষদ হল রুমে তইমুছ আলীর সভাপতিত্বে প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার কে এম ফয়সাল।  সুফল মোদকের সঞ্চলনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাধবপুর প্রেসক্লাবের সভাপতি  অলিদ মিয়া, তিতাস জেনারেল হাসপাতালের পরিচালক প্রাণতোষ দাস, সাধারণ সম্পাদক রবিন বনিক, মনছুর আলী, বোরহান উদ্দিন, আকাশ চৌধুরী, সনজিত বিশ্বাস, দিপংকর মোদক প্রমূখ।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024