|
Date: 2024-01-27 00:42:42 |
ঝিনাইদহের শৈলকূপা থেকে এক কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। শুক্রবার রাত ৮টার দিকে উপজেলার ডাউটিয়া মাধ্যমিক বিদ্যালয় এলাকা থেকে তাদেরকে আটক করা হয়। আটককৃতরা হলেন, শৈলকূপার বন্দেখালি গ্রামের ফারুক শেখের ছেলে নিশান শেখ ও কালাম মণ্ডলের ছেলে শাওন মণ্ডল।
এ তথ্য নিশ্চিত করে ঝিনাইদহ জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জুয়েল ইসলাম জানান, শৈলকূপার ডাউটিয়া মাধ্যমিক বিদ্যালয় এলাকায় দুই মাদক কারবারি গাঁজা বেচাকেনা করছে এমন খবরের ভিত্তিতে আমাদের একটি আভিযানিক দল সেখানে অভিযান চালিয়ে দুই মাদক কারবারিকে আটক করে। সেসময় তাদেরকে তল্লাশি করে এক কেজি গাঁজা উদ্ধার করা হয়। আটককৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে থানায় মামলা দায়ের করে আদালতে সোপর্দ করা হয়েছে।
© Deshchitro 2024