|
Date: 2024-01-27 08:59:44 |
মো. আল আমিন,
শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি :
বগুড়ার শাজাহানপুর উপজেলার আমরুল ইউনিয়নের প্রাণকেন্দ্র ডেমাজানী বাজারে শহীদ মোখলেছুর রহমান উচ্চ বিদ্যালয়ের পার্শ্বে অবস্থিত ১৫ টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে ।
শুক্রবার(২৬ জানুয়ারি) দিবাগত রাত সাড়ে দশটার দিকে আগুন লেগে ১৫ টি দোকানের প্রায় ১ কোটি টাকার যন্ত্রাংশ সহ মালামাল পুড়ে যায় । খবর পেয়ে স্থানীয় ফায়ার সার্ভিসের সদস্যরা রাতেই আগুন নিভে ফেলে। তবে আগুনে সমস্ত মালামাল পুড়ে ছাই হয়ে যায়। বিপুল ডিজিটাল মিডিয়া সেন্টারের মালিক ডেমাজানী গ্রামের মোঃ মতিউর রহমান মোল্লার ছেলে মোঃ বিপুল রানা মোল্লা জানান, তিনি পরিবারের সহযোগিতায় গত কয়েক বছর পরিশ্রমের মাধ্যমে তিনি তার এই ব্যাবসায়ীক প্রতিষ্ঠানটি দাঁড় করিয়েছিলেন। কিন্তু আগুন তার সব শেষ করে দিয়েছে। এখন তিনি কি করবেন ভেবে পাচ্ছেননা বলে আকুতি করেন। তিনি বলেন তার দুই দোকানে নগদ ৫ লাখ ৩০ হাজার টাকা, তিনটি কম্পিউটার ,আই পি এস পিনটার, স্ক্যানার ক্যামেরা, ছবি পাতার মেশিন, ১ টি ল্যাপটপ, মোবাইল একসোরিস সহ প্রায় ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে ।বাজারের আরেক ব্যবসায়ী মইনুল ইসলাম ডাবলু জানান, তার দোকানের প্রায় ১২ লাখ টাকার মালামাল পুড়ে গেছে । তাদের ধারনা সর্টসার্কিট থেকে এই আগুনের উৎপত্তি। তবে তারা খবর পেয়ে দ্রত ঘটনা স্থলে গিয়ে আগুন নিভিয়েছেন। কিন্তু ততক্ষনে প্রতিষ্ঠানটির বিভিন্ন যন্ত্রাংশ সহ মালামাল প্রায় পুড়ে গেছে ।
এদিকে শনিবার (২৭ জানুয়ারি) সকাল দশটার দিকে আগুনে ক্ষতিগ্রস্ত দোকানপাট পরিদর্শনে যান, বগুড়া ০৭ (গাবতলী-শাজাহানপুর) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ডাঃ মোস্তফা আলম নান্নু, উপজেলা চেয়ারম্যান প্রভাষক সোহরাব হোসেন ছান্নু, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তাহমিদা আক্তার, থানার অফিসার ইনচার্জ( ওসি) শহিদুল ইসলাম, আমরুল ইউপি চেয়ারম্যান মোঃ সাইফুল ইসলাম বিমান প্রমুখ ।
© Deshchitro 2024