|
Date: 2024-01-27 09:32:28 |
কুড়িগ্রামের ধরলা নদী তীরবর্তী শীতার্ত মানুষের সহায়তায় এগিয়ে এসেছে মার্কিন প্রবাসীদের সংগঠন বাংলাদেশ ইউনিটি ফেডারেশন অব লস এঞ্জেলস (বাফলা) । শনিবার সংগঠনের উদ্যোগে আমেরিকা প্রবাসী রফিকুল হক রাজুর আয়োজনে ধরলা নদীর দুর্গম চর কদমতলা ও চর সিতাইঝাড় এলাকার ৬শত মানুষকে দেয়া হয় কম্বল।
এ সময় ইউপি চেয়ারম্যান আব্দুল বাতেন, সম্মিলিত সাংস্কৃতিক জোটের আহ্বায়ক শ্যামল ভৌমিক, টেলিভিশন সাংবাদিক ফোরাম সাধারণ সম্পাদক ইউসুফ আলমগীর, হক ফেয়ার চেয়ারম্যান সফিকুল হক পারু, মেঠোজনের সংগঠনিক সম্পাদক সৌরভসহ স্থানীয় জনপ্রতিনিধগণ উপস্থিত ছিলেন।
মার্কিন সংগঠন বাফলা জানায়, শীতার্ত মানুষসহ বাংলাদেশের বিভিন্ন দুর্যোগে মানবিক সহায়তা নিয়ে তারা পাশে রয়েছে। আর এ কাজের জন্য বিভিন্ন তথ্য প্রদানের জন্য গণমাধ্যমকে ধন্যবাদ জানান।
© Deshchitro 2024