টাঙ্গাইলের গর্ব ও সম্মান বয়ে এনেছে সাফ জয়ী নারী ফুটবলার অসাধারণ জোড়া গোলদাতা কৃষ্ণারানী সরকার বলেছেন, আপনাদের সবার এমন ভালোবাসায় আমাদের আরও এগিয়ে যেতে প্রেরণা জোগাবে। দেশবাসীর ভালোবাসা পেয়ে আমরা অভিভূত। দেশ ও জাতীর শ্রেষ্ঠ সম্মান বয়ে আনতে পারি। দোয়া করবেন এশিয়া কাপেও যেন জয়ের এমন স্বাক্ষর রাখতে পারি। ১৫ অক্টোবর শনিবার সন্ধ্যায় টাঙ্গাইলের মধুপুর প্রেসক্লাবের পক্ষ থেকে প্রেসক্লাব মিলনায়তনে তাকে সংবর্ধনা দেওয়া হয়। ফুল দিয়ে তাকে সংবর্ধনা দেওয়া হয়। এর আগে বিকালে তিনি মধুপুর উপজেলার জলছত্র স্পোর্টিং ক্লাব আয়োজিত ফুটবল টুর্নামেন্টের আহ্বানে গোপালপুর একাদশ বনাম ধলপুর একাদশের মধ্যকার অনুষ্ঠিত খেলা পরিদর্শনে যান। ক্লাবের পক্ষ থেকেও তাকে ফুলেল সংবর্ধনা ও ক্রেস্ট উপহার দেওয়া হয়। এ সময় তার সঙ্গে ছিলেন যার হাত ধরে এই কৃষ্ণারানী হয়ে উঠা ক্রীড়া শিক্ষক গোলাম রায়হান বাপন। এ সময় বক্তব্য রাখেন উত্তর টাঙ্গাইল সাংবাদিক ফোরামের সভাপতি প্রবীণ সাংবাদিক অধ্যাপক জয়নাল আবেদীন, সাংবাদিক অধ্যাপক আবদুল আজিজ, মধুপুর প্রেসক্লাবের সভাপতি হাবিবুর রহমান, গোপালপুর সূতী ভিএম সরকারি উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আবদুল লতিফ, মধুপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এসএম শহীদ এ সময় বিভিন্ন মিডিয়ার সংবাদকর্মী উপস্থিত ছিলেন।
প্রকাশক : কাজী জসিম উদ্দিন | সম্পাদক : ওয়াহিদুজ্জামান