রাজবাড়ীর গোয়ালন্দে ৫ লক্ষাধিক টাকার মালামাল আগুনে পুড়ে ছাই।
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার পূর্ব উজানচর ইউনিয়নের ৭ নং ওয়ার্ড নলিয়া পাড়ায় একটি গরু ও দুটি ছাগলসহ দুটি ঘর পুড়িয়ে প্রায় ৫ লক্ষ টাকার মালামাল আগুনে পুড়ে ছাই হয়ে গেছে।
শনিবার (২৭ জানুয়ারি) রাত সাড়ে ১২ টার দিকে গোয়াল ঘরের বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনে সূত্রপাত ঘটে।
প্রতিবেশী লাবনী আক্তার জানান, রাত সাড়ে বারোটার দিকে উনাদের চিৎকারে আমরা দ্রুত এসে দেখি তাদের দুটি ঘরে দাউ দাউ করে আগুন জ্বলছে। দুটি ছাগল একটি গরু সহ মালামাল সব পুড়ে ৫লক্ষ টাকার মালামল পড়ে ছাই হয়ে গেছে। কোন ফায়ার সার্ভিসের লোকজন আসেনি এলাকার লোকজনই দুই ঘন্টা চেষ্টা করে আগুন নিভাতে সক্ষম হয়েছে।
বাড়ির মালিক শাজাহান শেখ জানান, আমি ঘরে শুয়ে আছি রাত সাড়ে ১২ টার দিকে হঠাৎ করে গোয়াল ঘরের মধ্যে থেকে বিকট একটি শব্দ হয়।শব্দ শুনে আমি বাইরে বেরিয়ে দেখি আমার গোয়াল ঘরে খা খা করে আগুন জ্বলছে। এ সময় আমি চিৎকার চেঁচামেচি করে আমার বউ বাচ্চাকে ঘর থেকে তুলে বের করিয়া দেই।এ সময়ের মধ্যে গোয়ালঘর থেকে আমার বড় ঘরে আগুন লেগে যায়। তখন আমাদের সবার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে ২ ঘন্টা চেষ্টা করে আগুন নিভাতে সক্ষম হয়। এই অগ্নিকাণ্ডে একটি গরু দুটি ছাগলসহ দুটি ঘর পুড়িয়ে প্রায় ৫ লক্ষ টাকার মালামাল আমার ক্ষয়ক্ষতি হয়ে গেছে।
গোয়ালন্দ নিবার্হী কর্মকর্তা জ্যোতি বিকাশ চন্দ্র
খবর পাওয়া মাত্রই ঘটনা স্থানে পৌঁছান। অগ্নিকান্ডের ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের খোজখবর নেন এবং উপস্থিত ভাবে ১০ দিনের শুকনো খাবার ও শীত বস্ত্র এবং প্রধান মন্ত্রীর তহবিল থেকে ক্ষতিগ্রস্ত পরিবারের নগত অর্থ প্রদান করেন।
গোয়ালন্দ উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মো. মোস্তফা মুন্সী খবর পাওয়া মাত্রই ঘটনা স্থানে পৌঁছান। অগ্নিকান্ডের ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের খোজখবর নেন এবং ব্যক্তিগত ভাবে ক্ষতিগ্রস্ত পরিবারের
নগত অর্থ প্রদান করেন।