|
Date: 2024-01-27 10:59:55 |
রাজবাড়ীর গোয়ালন্দে ৪০ গ্রাম হিরোইন সহ এক যুবক আটক।
রাজবাড়ীর গোয়ালন্দে দৌলতদিয়া পদ্মা বোডিং এর নিচতলা থেকে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ।
শুক্রবার( ২৬ জানুয়ারি) বিকাল সাড়ে চার টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে মোঃ কামাল হোসেন (২৮ )নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছেন। দৌলতদিয়া পদ্মা বোডিং এর নিচতলা বুকিং কাউন্টার হতে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ৪০ গ্রাম হিরোইন পাওয়া যায়। কামাল হোসেনের পিতার নাম মোঃ বাবু শেখ ,মোঃ কামাল হোসেন ছোরাপ মণ্ডলপাড়ার বাসিন্দা। আসামীর বিরুদ্ধে মাদক মামলা রুজু করে তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।
গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ প্রাণ বন্ধু বলেন, মাদকের বিরুদ্ধে গোয়ালন্দ ঘাট থানা কোন আপোষ করেন না। আমরা মাদকের বিরুদ্ধে সব সময়ই অভিযান পরিচালনা করে থাকি। আমাদের এমন অভিযান অব্যাহত থাকবে ।
© Deshchitro 2024