|
Date: 2024-01-28 02:56:38 |
বিদায়ী শিক্ষার্থীদের সম্মাননা স্মারক, নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা আয়োজনে সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার রসুলপুর আদর্শ উচ্চ বিদ্যালয় শিক্ষার্থীদের নবীন বরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে রসুলপুর আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে নবীন বরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সিরাজগঞ্জ-২ সদর ও কামারখন্দ আসনের জাতীয় সংসদ সদস্য ড.জান্নাত আরা হেনরী। তিনি বলেন, আজকের বিদায় অনুষ্ঠান মূলত বিদায় নয়, এটা তোমাদের শিক্ষা ক্ষেত্রের একটি ধাপ অতিক্রম মাত্র। এখান থেকে তোমরা এস.এস.সি সম্পন্ন করে বিভিন্ন সনামধন্য কলেজে অধ্যয়ন করবে এবং আরো উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে দেশ ও জাতির কল্যানে কাজ করবে। তবেই তোমাদের শিক্ষা অর্জনের সফলতা পাবে। শুধু শিক্ষার সার্টিফিকেট অর্জনই নয়, বরং মেধা ও গুনের সমৃদ্ধিতে নিজেকে আলোকিত মানুষ হিসেবে গড়ে তোলাই হচ্ছে শিক্ষার মূল আদর্শ। তাই নিজেকে আলোকিত ও ভালো মানুষ হিসেবে প্রতিষ্ঠিত হতে হবে।
এ সময় আরো উপস্থিত ছিলেন কামারখন্দ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও কামারখন্দ উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাধারণ সম্পাদক সহ বিভিন্ন নেতৃবৃন্দরা। এছাড়া অনুষ্ঠানে সকল শিক্ষক শিক্ষিকা অভিভাবক ও শিক্ষার্থী উপস্থিত ছিলেন। শিক্ষার্থীদের মনােজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে এ দিনের সাড়ম্বর আয়ােজন সমাপ্ত হয়।
© Deshchitro 2024