|
Date: 2022-10-16 13:23:19 |
পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকদের নিয়ে গঠিত সংগঠন পাবিপ্রবি প্রেসক্লাবের শুভ উদ্বোধন অনুষ্ঠান বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা চত্বরে অনুষ্ঠিত হয়েছে।
আজ ১৬ই অক্টোবর ২০২২ইং তারিখে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রেসক্লাব, সংক্ষেপে (পাবিপ্রবি প্রেসক্লাব) এর শুভ উদ্বোধন ঘোষণা করেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপচার্য অধ্যাপক ড. হাফিজা খাতুন।
এ সময়, কেক কেটে এবং প্রেসক্লাব এর প্রতিষ্ঠা বার্ষিকী তারিখ ও প্রেসক্লাবের লোগো সম্বলিত ব্যানার দিয়ে বেলুন ঊড়িয়ে প্রেসক্লাব এর উদ্বোধন করা হয়। এর মাধ্যমে পাবনা বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের আনুষ্ঠানিক যাত্রা শুরু হলো।
উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. এস এম মোস্তফা কামাল কোষাধক্ষ্য ড. এ কে এম সালাউদ্দিন প্রক্টর মোঃ কামাল হোসেন, ছাত্র উপদেষ্টা সমীরন কুমার সাহা, বিভিন্ন অনুষদের ডিন, বিভিন্ন বিভাগের চেয়ারম্যানবৃন্দ, শিক্ষক-শিক্ষার্থী- কর্মকর্তাবৃন্দ এবং বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকবৃন্দ।
© Deshchitro 2024