|
Date: 2022-10-16 13:54:07 |
রাত পোহালেই জেলা পরিষদ নির্বাচন। আগামীকাল ১৭ অক্টোবর রবিবার নরসিংদী জেলা পরিষদ নির্বাচন।জেলা পরিষদ নির্বাচন কে কেন্দ্র করে শেষ মুহুর্তে হিসাব কষছেন প্রার্থী, ভোটার ও নরসিংদী জেলার আপামর জনসাধারন।গত শুক্রবার মধ্য রাত থেকেই নির্বাচন কমিশনের বেধে দেয়া নিয়ম অনুসারে বন্ধ হয়ে গেছে প্রচার প্রচারনা।
জেলা নির্বাচন কমিশনের দেয়া তথ্য অনুযায়ী এইবার নরসিংদী জেলা পরিষদ নির্বাচনে ভোটার সংখা ১০০৩। ছয়টি উপজেলার ১৩ টি ভোটকেন্দ্রে হবে ভোট গ্রহন। আগামীকাল সকাল ৯ টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত চলবে ভোট গ্রহন।
এবারের জেলা পরিষদ নির্বাচনে জেলা পরিষদের চেয়ারম্যান পদে শেষ মুহুর্তে এসে হেভিওয়েট প্রার্থী তিন জন। আওয়ামিলীগ এর দলীয় মনোনয়ন পাওয়া প্রার্থী বর্তমান জেলা পরিষদ চেয়ারম্যান জনাব আব্দুল মতিন ভূইয়া। সতন্ত্র প্রার্থী হিসেবে আছেন জনাব মোঃ মনির হোসেন ভূইয়া। তিনি নরসিংদী সদরের এমবি নজরুল হিরু মহোদয়ের পি এস। এছাড়াও আরেক সতন্ত্র হিসেবে আছেন সৈয়দ মাহমুদ জাহান লিটু।
তফসিল ঘোষণার পর থেকেই প্রার্থীরা ভোটারদের দরজায় দরজায় ঘুরছেন। নরসিংদী প্রতিটি উপজেলায় এলাকায় এলাকায় প্রচার প্রচারনায় মুখর ছিল জেলা পরিষদ নির্বাচন উপলক্ষে। শেষ সময়ে এসে ভোটাররা ও হিসাব কষছেন, তাদের ভাষ্যমতে সব সময় পাশে যে সেবা করে যাবে তাকেই তারা নির্বাচিত করবেন।
জেলা নির্বাচন কমিশন অফিসার মোহাম্মদ রবিউল আলম তার প্রেস ব্রিফিংয়ে জানান একটি অবাধ ও সচ্ছ নির্বাচন করতে বদ্দপরিকর জেলা নির্বাচন কমিশন। কোন ধরনের কারচুপি বিশৃঙ্খলার কোন সুযোগ দেয়া হবেনা। নির্বাচনের ভোটারদের ভোটে বিজয়ী প্রার্থী ই হবেন জেলা পরিষদের চেয়ারম্যান।
নরসিংদীর সম্মানিত পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম পিপিএম সংবাদ মাধ্যমকে জানান একটি অবাধ সুষ্ঠ নির্বাচন উপহার দিতে পুলিশ প্রশাসন সদা জাগ্রত। কোন ধরনের বিশৃঙ্খলা অনৈতিক কাজের কোন সুযোগ দেয়া হবেনা। কেউ নির্বাচনে বিশৃঙ্খলা করার চেষ্টা করলে তাকে কঠোর ভাবে দমন করে শাস্তির আওতায় আনা হবে।
রাত পোহালেই শুরু জেলা পরিষদ নির্বাচন, প্রার্থীরা যার যার অবস্থান থেকে, নিজেদের বিজয়ের ব্যাপারে আশাবাদ ব্যাক্ত করেছেন। দেখা যাক ভোটারদের প্রত্যক্ষ ভোটে বিজয়ী হয়ে কে বসে নরসিংদী জেলা পরিষদ চেয়ারম্যান এর চেয়ারে।
© Deshchitro 2024