|
Date: 2024-01-28 09:25:29 |
শহীদ ও যুদ্ধাহত মুক্তিযোদ্ধা, অসচ্ছল বীর মুক্তিযোদ্ধাদের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনন্য উদ্যোগ- বীর নিবাস আবাসন প্রকল্প। নীলফামারীর ডোমারে বীর মুক্তিযোদ্ধা শ্রী নরেশ চন্দ্র রায়ের জন্য নির্মাণাধীন বীর নিবাসের ছাদ ঢালাই কাজের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
আজ রবিবার (২৮শে জানুয়ারী) সকালে উপজেলার হরিণচড়া ইউনিয়নে বীর মুক্তিযোদ্ধা শ্রী নরেশ চন্দ্র রায়ের বীর নিবাসের ছাদ ঢালাই কাজের উদ্বোধন করেন—১০নং হরিণচড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক মোঃ রাসেল রানা।
এসময় আরও উপস্থিত ছিলেন—ডোমার উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক সহকারী কমান্ডার (সাংগঠনিক) বীর মুক্তিযোদ্ধা মোঃ শমশের আলী, সাবেক সহকারী কমান্ডার (দপ্তর ও পাঠাগার) বীর মুক্তিযোদ্ধা মোঃ রবিউল আলম রব্বি, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আব্দুল মাবুদ, বীর মুক্তিযোদ্ধা শ্রী নরেশ চন্দ্র রায় প্রমুখ সহ অন্যান্য বীর মুক্তিযোদ্ধাবৃন্দ ও প্রকল্পটির ঠিকাদার।
জানা যায়, প্রায় ১৫ লাখ টাকা ব্যয়ে নির্মিত প্রতিটি বীর নিবাসের আয়তন ৭৩২ বর্গফুট। একতলা বিশিষ্ট বীর নিবাসে থাকবে দুটি শয়নকক্ষ, একটি বসার কক্ষ (ড্রয়িংরুম), একটি খাওয়ার কক্ষ (ডাইনিং রুম), একটি রান্নাঘর, একটি প্রশস্ত বারান্দা ও দুটি শৌচাগার।
© Deshchitro 2024