চলমান শৈত্যপ্রবাহে জুবুথুবু উত্তরের জনজীবন। এমন পরিস্থিতিতে নীলফামারীর ডোমারে ৪র্থ ধাপে শীতবস্ত্র বিতরণ করেছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা ইউনিভার্সাল পিস এন্ড ভায়োলেন্স এমিলিরেশন সেন্টার (ইউপিভিএসি)।

আজ রবিবার (২৮শে জানুয়ারী) সকাল ১১টায় উপজেলার বোড়াগাড়ী ইউনিয়নের পশ্চিম বোড়াগাড়ী রাজপাড়া এলাকায় ইউপিভিএসির নীলফামারী জেলা কমিটির উদ্যোগে ৪র্থ ধাপে অসহায় ও হতদরিদ্র শীতার্তদের মাঝে শতাধিক শীতবস্ত্র করা হয়।

এসময় উপস্থিত ছিলেন—বাংলাদেশ কমান্ড ইউনিভার্সাল পিস এন্ড ভায়োলেন্স এমিলিরেশন সেন্টারের নীলফামারী জেলা সভাপতি মোঃ আব্দুল করিম, সহ-সভাপতি মোঃ নুরুজ্জামান লাবু, সাধারণ সম্পাদক শ্রী নারায়ণ রায়, সহ-সম্পাদক মোঃ সুরুজ মিয়া, স্বেচ্ছাসেবক সদস্য মোঃ ইব্রাহিম ইসলাম প্রমুখ।

উল্লেখ্য, এর আগে আরও তিন দফায় ডোমার উপজেলার বিভিন্ন এলাকায় শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করেন মানবাধিকার সংস্থাটির নেতৃবৃন্দরা।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024