কুমিল্লা চৌদ্দগ্রাম থানার ৫নং শুভপুর ইউনিয়নের হাজারী পাড়া গ্রামের মাষ্টার  একরামুল হক এর বসতঘর পুড়ে চাই,ঘটনা সুত্রে জানা যায় সকাল ১১টা ৩০মিনিটের সময় বৈদ্যুতিক সার্কিট শর্ট থেকে আগুনের সূত্রপাত,  মাষ্টার একরামুল হকে বলেন আমার ছেলেদের ৪টি বসতঘর  পুরে যায়, বাড়িতে কোন পুরুষ ছিল না, তার পুত্রবধু ও মেয়ের  চিৎকারে আশেপাশের মানুষ ছুটে আসে আগুন নিভানোর জন্য চেষ্টা করে, পরে তারা ফায়ার সার্ভিসকে কল দিলে,ফায়ার সার্ভিসের একটি দল ১ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ,ফায়ার সার্ভিস ও মাস্টার একরামুল হক জানায়, নগদ  ২০ লক্ষ টাকা ২০/২৫ ভর্রি স্বর্ণ অলংকার সহ প্রায় প্রায় ৪০/৫০ লক্ষ  টাকার মালামাল পুড়ে যায়,এতে কোন হতাহতের ঘটনা ঘটে নি 

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024